Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি)

০১ জুলাই হতে ৩০ জুন (আর্থিক বছর)

কৃষি জমিঃ

ক) ৮.২৫একর পর্যন্ত ভূমি উন্নয়নকর দিতে হবে না।

খ) ৮.২৫ একর উর্দ্ধে হতে ১০ একর পর্যন্ত প্রতি শতাংশ

    .৫০ টাকা হারে।

গ) ১০ একর উর্দ্ধে প্রতি শতাংশ এক টাকা হারে অকৃষি জমিঃ

ক) জেলা সদরের বাহিরে পৌর এলাকার ভিতরেঃ

    শিল্প/বাণিজ্যিক ১৭ টাকা, আবাসিক ৬ টাকা।

খ) অন্যান্য এলাকা/পৌর এলাকারবাহিরেঃ শিল্প/বাণিজ্যিক ১৫ টাকা আবাসিক ৫ টাকা।

ইউনিয়ন ভূমি অফিস

০২

নামজারী জমা খারিজ

৪৫ দিন

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং কানুনগো এর প্রতিবেদন প্রাপ্তির পর

ক) নোটিশ জারীর মাধ্যমে পক্ষগণের শুনানী গ্রহণ।

খ) শুনানীর সময় মূল দলিলপত্র উপস্থাপন।

গ) শুনানীর শেষে নামজারীর সরকারি ফি ও কোর্ট ফি বাবদ ২৫০ টাকা ডিসিআর এরমাধ্যমে গ্রহণ করা হয় এবং দাখিলার জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করাহয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৩

ফেরীফেরীভুক্ত বাজারের অস্থায়ী একসনা লীজ নবায়ন

অনুর্ধ্ব ১৫ দিন

ক) সর্বোচ্চ আধা শতক বা ২০ বর্গমিটার (প্রতি লীজিকে)

খ) প্রকৃত ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স থাকতে হবে। নীতিমালা অনুযায়ীপ্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়েপ্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লীজের শর্ত ভঙ্গ নাকরলে প্রতি বর্গমিটার পৌর এলাকা ১০০ টাকা ও অন্যান্য এলাকায় ১৩ টাকা হারেলীজি মানি গ্রহণ পূর্বক নবায়ন করা হয় এবং ডিসি আর প্রদান করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৪

অর্পিত সম্পত্তি নবায়ন

অনুর্ধ্ব ১৫ দিন

ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লীজের শর্ত ভঙ্গ না করলে প্রতিশতাংশ নাল, ভিটি, পুকুর ও বাড়ী যথাক্রমে ৫/-, ২০/- ও ৩০/- টাকা হারে লীজমানি গ্রহণ পূর্বক নবায়ন করা হয় এবং ডিসি আর প্রদান করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৫

ভি,পি পুকুর জলাশয় ফলের বাগান ইজারা

প্রয়োজনীয় সময়

নীতিমালা অনুযায়ী নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্যে তিনসনা ইজারা প্রদান করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৬

কৃষি খাস জমি বন্দোবস্ত

প্রয়োজনীয় সময়

১৯৯৭ ইং সনের কৃষি খাস জমি বন্দোবস্তের নীতিমালা অনুযায়ী উপজেলা কৃষিখাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্তকমিটির নিকট প্রেরণ করা হয়্। বিস্তারিত তথ্যাদি উপজেলা ভূমি অফিসে পাওয়াযায়। 

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৭

অকৃষি খাস জমি বন্দোবস্ত

প্রয়োজনীয় সময়

১৯৯৫ ইং সনের অকৃষি খাস জমি নীতিমালা অনুযায়ী নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। 

নীতিমালা অনুযায়ী উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমেপ্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট প্রেরণ করা হয়।বিস্তারিত তথ্যাদি উপজেলা ভূমি অফিসে পাওয়া যায়।

০৮

খতিয়ান ও নথির সার্টিফাইড কপি প্রদান

প্রয়োজনীয় সময়

উপজেলা ভূমি অফিস হতে শুধুমাত্র নামজারী তথ্য সহকারী কমিশনার (ভূমি)সৃষ্ট রেকর্ডের সার্টিফাইড কপি প্রদান করা হয়। পাঁচ টাকা কোর্ট ফি সংযুক্তকরে জেলা রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়। জেলারেকর্ড রুমে চাহিত পত্র পাওয়ার সাথে সাথে নথি উপজেলা ভূমি অফিস হতে প্রেরণকরা হয়।

১। জেলা মহাফেজখানা।

২। উপজেলা ভূমি অফিস।

০৯

জমির পরিমাপ

--

ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি সীমানা নির্ধারণ উপজেলা ভূমি অফিসেরকানুনগো/সার্ভেয়ার দ্বারা পরিমাপ করা হয় না। শুধু সরকারী স্বার্থে খাসসম্পত্তি/ মালিকানা সম্পত্তি সীমানা চিহ্নিত করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

 

১০

ব্যক্তিগত বিরোধ ও অবৈধ দখল পুনরুদ্ধার

প্রয়োজনীয় সময়

পক্ষগণের শুনানীর মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। তবেবিজ্ঞ দেওয়ানী আদালত এবং ফৌজদারী কার্যবিরোধর আওতায় ব্যবস্থা নেওয়া হয়।

১। উপজেলা ভূমি অফিস পরামর্শ সেল।

 

১১

রেন্ট সার্টিফিকেট মামলা

প্রয়োজনীয় সময়

 

১। উপজেলা ভূমি অফিস ।

২। ইউনিয়ন ভূমি অফিস ।